নৈতিকতার আইন ভঙ্গের দায়ে অভিযুক্ত হয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ক্ষমা চেয়েছেন এবং নিজের কাজের জন্য দু:খ প্রকাশ করেছেন। গত বছরের ক্রিসমাসের সময় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পরিবারের সদস্যদের নিয়ে বাহামায় আগা খান পরিবারের ব্যক্তিগত দ্বীপে অবকাশ কাটিয়েছিলেন। হাউজ অব কমন্সের (জাতীয় সংসদ) সরকার এবং সংসদের নৈতকিতা এবং কনফ্লিক্ট অব ইন্টারেস্ট দেখভাল করার দায়িত্বে থাকা নিয়ন্ত্রক প্রতিষ্ঠান জাস্টিন ট্রুডোর অবকাশ যাপনের জন্য আগা খান পরিবারের আমন্ত্রণ গ্রহনকে নৈতিকতা ভঙ্গ হিসেবে সিদ্ধান্ত দিয়েছে।
কানাডার ‘কনফ্লিক্ট অব ইন্টারেস্ট কমিশনার’ ম্যারি ডওসন বলেছেন, প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নৈতিকতার বিচারে সাংঘর্ষিক বেশ কয়েকটি আইন ভঙ্গ করেছেন।
‘কনফ্লিক্ট অব ইন্টারেস্ট কমিশনার’ এর রিপোর্ট প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো হাউজ অব কমন্সে সাংবাদিক সম্মেলন করে তার এই কাজের জন্য ক্ষমা চেয়েছেন। তিনি বলেছেন, তিনি তার ব্যক্তিগত সব ভ্রমনই এথিকস কমিশনের কাছে পরিষ্কার করবেন।
তিনি বলেন, আগা খান পরিবারের আমন্ত্রণ রক্ষার আগে এবং অন্যান্য বিষয়ে আমার আরো সতর্ক হওয়া উচিত ছিলো। আমি দু:খিত আমি সেটি করিনি।
‘কনফ্লিক্ট অব ইন্টারেস্ট কমিশনার’ ডওসন বলেছেন, আগা খান ফাউন্ডেশন প্রধানমন্ত্রীর কার্যালয়ে লবিষ্ট হিসেবে নিবন্ধিত। কাজেই তাদের আমন্ত্রণে এই ভ্রমণ প্রধানমন্ত্রীকে প্রভাবিত করার চেষ্টা হিসেবে দেখা যায়। যে সময় তিনি এই আমন্ত্রণ গ্রহন করেছেন, সেই সময় আগা খান ফাউন্ডেশনকে সুবিধা দেওয়ার মতো ক্ষমতা প্রধানমন্ত্রী হিসেবে তার হাতে ছিলো। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী কার্যালয় থেকে আগা খান ফাউন্ডেশনকে কোনো ধরনের বাড়তি সুবিধা দেওয়া হয়েছে বলে প্রমাণ পাওয়া যায়নি।
প্রসঙ্গত, জাস্টিন ট্রুডো ও তার পরিবারের সদস্যরা আগা খান ফাউন্ডেশনের আমন্ত্রণে বাহামায় তাদের ব্যক্তিগত দ্বীপে অবকাশ কাটাতে যান। সেখানে তিনি আগা খানদের ব্যক্তিগত হেলিকপ্টারেও চড়েছিলেন।
সূত্র: নতুনদেশ.কম
বিডি প্রতিদিন/২১ ডিসেম্বর ২০১৭/হিমেল