উত্তর কোরিয়ার সেনাবাহিনীর গুলিবর্ষণের জবাবে বৃহস্পতিবার স্থানীয় সময় ভোরে মেশিনগান ছুড়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ কোরিয়া সেনাবাহিনী জানিয়েছে, ভোরে কোরিয়া সীমান্তে ১৯ বছর বয়সী এক উত্তর কোরিয়ার সৈন্যকে দেখা যায়। তখন গুলির শব্দ শোনা না গেলেও পরে উত্তর কোরিয়ার বহু সৈন্য সীমান্তে টহল দেয়।
সিওলের দাবি- উত্তর কোরিয়া গুলি চালানোর পরেই দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে ২০ বার মেশিন গান শোনার শব্দ শোনা যায়। তবে সরকারিভাবে এটাকে উত্তর কোরিয়ার পাল্টা জবাব বলে জানায়নি সিওল।
দক্ষিণ কোরিয়া সেনা বলেছে, এ নিয়ে চতুর্থবারকোরিয়া সীমান্তে গুলিবর্ষণ করেছে উত্তর কোরিয়া।
সূত্র : আজকাল
বিডি প্রতিদিন/২১ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম