দক্ষিণ কোরিয়ার একটি বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছে অনেকে। বৃহস্পতিবার আটতলা ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে কর্মকর্তারা জানিয়েছেন, ভবনের নীচ তলার পার্কিংয়ে থাকা একটি গাড়ি থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে। এই আগুন দ্রুত অন্যান্য ফ্লোরে ছড়িয়ে পড়ে। তবে কর্মকর্তারা এখনো অগ্নিকাণ্ডের নিশ্চিত কারণ সম্পর্কে কিছু জানাননি।
অগ্নিনির্বাপণ দপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, অগ্নিকাণ্ড শুরু হলে ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় অনেকে বাথরুমে আশ্রয় নেন। ফলে তাদের জন্য বের হওয়া কষ্টকর হয়ে পড়ে। ৬০ জনের অগ্নিনির্বাপণ কর্মী উদ্ধার অভিযানে অংশ নেন বলেও জানা তিনি।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/২২ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ