প্রতিরক্ষা খাতে বাজেট বৃদ্ধির রেকর্ড গড়তে যাচ্ছে জাপান। আগামী অর্থ বছরের জন্য জাপানের প্রতিরক্ষা বাজেট ধরা হয়েছে চার হাজার ৬০০ কোটি ডলার। যদি এটি চূড়ান্ত করা হয় তাহলে তা হবে দেশটির প্রতিরক্ষা খাতে বাজেট বৃদ্ধির রেকর্ড।
জানা গেছে, উত্তর কোরিয়ার হুমকি মোকাবিলায় টোকিও’র ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার লক্ষে তাদের প্রতিরক্ষা বাজেট বাড়ানো হচ্ছে। খবর এএফপির।
জাপানের নতুন অর্থবছর শুরু হচ্ছে আগামী এপ্রিল মাসে। এ অর্থ বছরের মোট বাজেট ধরা হয়েছে ৮৬০ বিলিয়ন ডলার। প্রতিরক্ষা বাজেট এর একটি অংশ। খবরে বলা হয়, পরপর ছয় বছর ধরে জাপানের প্রতিরক্ষা বাজেট বাড়ানো হচ্ছে। পিয়ংইয়ং সরকারের হুমকি মোকাবিলায় জাপানের সামরিক শক্তি বাড়ানোর টোকিওর প্রচেষ্টার অংশ হিসেবে এটা করা হচ্ছে।
উল্লেখ্য, উত্তর কোরিয়া এ বছর জাপানের ওপর দিয়ে দুই দফা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় এবং তারা টোকিওকে সাগরে ‘তলিয়ে’ দেয়ার অঙ্গীকার ব্যক্ত করে।
সূত্র: বাসস
বিডি প্রতিদিন/২২ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ