কাতালোনিয়ায় নির্বাচনে স্বাধীনতাকামীদেরই জয় হয়েছে। ফল ঘোষণার পর স্বেচ্ছানির্বাসনে থাকা কাতালোনিয়ার নেতা কার্লোস পুজেমন বলেছেন, এ জয়ে হেরে গেছে স্পেন।
বেলজিয়ামের ব্রাসেলসে দেয়া এক টেলিভিশন বক্তৃতায় তিনি বলেন, এই ফলাফল নিয়ে কেউ বিতর্ক করবে না। কাতালোনিয়া প্রজাতন্ত্র জিতে গেছে... স্পেন রাষ্ট্র হেরেছে। রাজয় (স্পেনের প্রধানমন্ত্রী) এবং তার সহকারীরা হেরেছে।
স্প্যানিশ প্রধানমন্ত্রী মারিয়ানা রাজয় আশা করেছিলেন নির্বাচনে কাতালোনিয়ায় স্থিরতা আসবে। কিন্তু ফলাফল হলো উল্টো। স্পেনের রাজনৈতিক অস্থিরতা বরং এতে আরও বাড়বে। বৃহস্পতিবার ওই ভোটে যে ফলাফল এসেছে রাজয়ের রক্ষণশীল পপুলার পার্টি সেটিকে সবচেয়ে খারাপ ফল হিসেবে আখ্যা দিয়েছে। সূত্র : বিবিসি
বিডি প্রতিদিন/২২ ডিসেম্বর, ২০১৭/ফারজানা