দক্ষিণ আফ্রিকার ডারবানের পরিবর্ত হিসাবে বার্মিংহ্যাম ২০২২ কমনওয়েলথ গেমসের দায়িত্ব পাওয়ার পরেই দুঃসংবাদ উড়ে এলো শুটারদের জন্য। আয়োজকদের পক্ষ জানিয়ে দেওয়া হয়, কমনওয়েলথের ক্রীড়াসূচিতে থাকছে না শুটিং। তবে চমক হিসাবে দেখা যেতে পারে মিক্সড টি-২০ ক্রিকেট।
এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে শুটিং ইভেন্ট নিয়ে বার্মিংহ্যাম কর্তৃপক্ষের আপত্তি রয়েছে।
কমনওয়েলথ গেমস ফেডারেশন দশটি আবশ্যিক খেলার সঙ্গে বিকল্প খেলাগুলোর একটা তালিকা তৈরি করে। সেই তালিকা থেকে আয়োজকদের সাতটি ইভেন্ট বেছে নেওয়ার অধিকার থাকে।
বার্মিংহ্যাম কর্তৃপক্ষ জুডো, টেবিল টেনিস, কুস্তি, জিমন্যাস্টিক্স, ডাইভিং, সাইক্লিং ও ৩X৩ বাস্কেটবলকে অগ্রাধিকার দিয়েছে। বার্মিংহ্যামের নিকটবর্তী অলিম্পিক মানের শ্যুটিং রেঞ্জ রয়েছে সারেতে, যা মূল স্টেডিয়াম থেকে ১৫০ মাইল দূরে। একারণেই ইভেন্টটি আয়োজকদের বাতিলের খাতায় জায়গা পেয়েছে।
শুটিং থেকে মুখ ফিরিয়ে থাকলেও কমনওয়েলথে অন্তর্ভুক্ত করা হতে পারে টি-২০ ক্রিকেট। তবে সেখানে চমক দেখা যেতে পারে। সাধারণত টেনিস, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, স্কোয়াশের মতো খেলায় ছেলে ও মেয়েদের মিস্কড ইভেন্ট দেখা যায়।
শুটিংয়েও মিক্সড টিম ইভেন্ট চালু হয়েছে। এবার ক্রিকেটেও মিক্সড টিম ইভেন্ট দেখা যেতে পারে। ছেলে ও মেয়েদের মিক্সড দলের টি-২০ ক্রিকেট আয়োজনের চেষ্টা চালাচ্ছে বার্মিংহ্যাম কর্তৃপক্ষ।
বিডি প্রতিদিন/২৩ ডিসেম্বর ২০১৭/আরাফাত