যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা স্টিভ ব্যাননকে '... (ছাপার অযোগ্য শব্দ) মিথ্যাবাদী' বলেছিলেন ইভাঙ্কা ট্রাম্প। ক্ষমতার কেন্দ্রে ট্রাম্প আসার পর ফার্স্ট লেডি মেলানিয়ার চেয়েও বেশি আলোচনায় ইভাঙ্কা।
হোয়াইট হাউজের একের পর এক তথ্য ফাঁস যখন কিছুতেই বন্ধ করা যাচ্ছিল না তখন বেকায়দায় পড়ে ট্রাম্প প্রশাসন। ফাঁসের বিষয়ে ব্যাননকে সন্দেহ করেছিলেন ট্রাম্প কন্যা ইভাঙ্কা। বিষয়টি অস্বীকার করায় ব্যাননকে মিথ্যাবাদী বলেও আখ্যায়িত করেন ইভাঙ্কা।
স্টিভ ব্যানন
ওই তথ্য ফাঁসের জেরেই ট্রাম্পের নির্বাচনী শিবিরের কাণ্ডরি ও উপদেষ্টা ব্যাননকে চাকরিচ্যুত করা হয়। এবার ট্রাম্প পরিবারের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। ভ্যানিটি ফেয়ারকে দেয়া এক সাক্ষাৎকারে ব্যানন বলেছেন, 'ইভাঙ্কার স্বামী জারেড কুশনার খুব একটা পরিণত নন। সে ট্রাম্পের সমর্থকদের ব্যাপারে কিছুই জানে না।'
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকে '১১ বছরের শিশু' বলে অভিহিত করেন ব্যানন। ২০২০ সাল পর্যন্ত ট্রাম্প তার মেয়াদ পূর্ণ করতে পারবেন কী না সে বিষয়েও তিনি সন্দেহ প্রকাশ করেন। এসময় ব্যানন মজা করে বলেন, ট্রাম্প আবার নির্বাচনে না করলে তিনি প্রেসিডেন্ট প্রার্থী হতে চান। সূত্র : গার্ডিয়ান
বিডি প্রতিদিন/২৩ ডিসেম্বর, ২০১৭/ফারজানা