অবশেষে সিরিয়া ও ইরাকে আইএসের বিরুদ্ধে অভিযানের সমাপ্তি ঘোষণা করল অস্ট্রেলিয়া। তারই জের ধরে এবার ছ’টি হর্নেট জেট ফিরিয়ে আনছে তারা।
দু’বছরের বেশি সময় ধরে আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে এই জঙ্গি সংগঠনের বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছিল অস্ট্রেলিয়া। তবে ইরাকের অনুরোধে তারা নজরদারি বিমান কাজ চালিয়ে যাবে বলে জানা গেছে।
এ ব্যাপারে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী মারিস পেন জানিয়েছেন, ইরাক সম্প্রতি আইএসের বিরুদ্ধে জয় ঘোষণা করার পর এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। এ বিষয়ে ইরাকসহ অন্যান্য মিত্রদের সঙ্গে আলোচনা করেছে অস্ট্রেলিয়া। মার্কিন নেতৃত্বাধীন জোটের অংশ হিসেবে ৭৮০ জন অস্ট্রেলীয় সেনা দায়িত্ব পালন করেছেন ইরাকে।
এদিকে, ইরাকে জয়লাভের পর অস্ট্রেলিয়া এখন অন্যরকম ভাবছে। তিনি এই অভিযানকে দীর্ঘমেয়াদী ও নৃশংস বলে উল্লেখ করেছেন। একইসঙ্গে দায়িত্বপালন করা অস্ট্রেলীয়দের ধন্যবাদ দিয়েছেন তিনি।
উল্লেখ্য, দু’সপ্তাহ আগে ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি এক সাংবাদিক সম্মেলনে বলেন, ইরাকি সেনারা এখন ইরাক-সিরিয়া সীমান্তের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছেন। অন্যদিকে, যুক্তরাষ্ট্র এই বিজয়ের প্রশংসা করে লড়াই চালিয়ে যাবে বলে জানিয়েছে।
বিডি প্রতিদিন/২৩ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ