ভারতের কর্ণাটক রাজ্যের কারকালার উদপিতে ঘাস খেয়ে দুই চিতাবাঘের মৃত্যুর ঘটনা ঘটেছে। অনাহারে তিন মাস বয়সী ওই দুই চিতাবাঘ ঘাস-খড় খেতে বাধ্য হয়। সম্প্রতি টাইমস অব ইন্ডিয়ার ক্যামেরায় ধারণকৃত ওই মর্মান্তিক ঘটনার ভিডিও ভাইরাল হয়ে গেছে।
দীর্ঘ সময় অনাহারে থেকে দুর্বল হয়ে পড়েছিল চিতাবাঘ দুটি। পরে বাধ্য হয়ে ঘাস খাওয়া শুরু করে তারা। শ্বাসকষ্টজনিত কারণে উদপিতে একটি হাতিরও মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির বন দফতর।
বিডি প্রতিদিন/২৩ ডিসেম্বর, ২০১৭/ফারজানা