ডোকলাম ইস্যু নিয়ে বিস্তর বিতর্ক শেষে এবার মতপার্থক্যগুলো নিরসনের চেষ্টা করছে ভারত এবং চীন। আজ দ্বিপাক্ষিক সীমান্ত বৈঠকে 'মতান্তর নিরসন সংক্রান্ত প্রস্তাবে' এই মর্মে একমত হয়েছে ভারত ও চীন।
চীনের স্টেট কাউন্সিলর ইয়াং জিয়েচি এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের আজকের বৈঠকে স্বাভাবিক ভাবেই আলোচিত হয়েছে ডোকলাম। সূত্রের খবর, ভারত জানিয়েছে, সীমান্তে পারস্পরিক স্পর্শকাতরতার বিষয়টিকে ভবিষ্যতে মাথায় রেখে না চললে দ্বিপাক্ষিক সম্পর্কে তিক্ততা তৈরি হতে বাধ্য। তাৎপর্যপূর্ণ ভাবে এই বৈঠকের আগেই সুর কিছুটা নরম করে বার্তা দিয়েছিল বেইজিং। আনন্দবাজার।
বিডি প্রতিদিন/এ মজুমদার