জমকালো আয়োজন, আতশবাজি ও রঙিন আলোর ঝলকানি এবং বাঁধভাঙা উচ্ছ্বাসের মধ্য দিয়ে ২০১৮ সালকে বরণ করে নিচ্ছে বিশ্ববাসী। ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন অঞ্চলে নতুন বছরে পা রেখেছে। বিশেষত পূর্বের দেশ বা অঞ্চলগুলোতে ২০১৭ সাল বিদায় নিয়ে ঘড়ির কাঁটা এখন নতুন বছরের ঘরে।
ফলে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র সামোয়া, টোঙ্গা এবং অস্ট্রেলিয়ার ক্রিসমাস আইল্যান্ডে নতুন বছরকে স্বাগত জানানোর উৎসব শুরু হয়েছে। রবিবার বাংলাদেশ সময় বিকেল ৪টায় এ অঞ্চলের মানুষ নববর্ষবরণ শুরু করে। এর ঠিক এক ঘণ্টা পর নতুন বছরে প্রবেশ করে নিউজিল্যান্ড। এসময় রাজধানী অকল্যান্ডের আকাশ আতশবাজির ঝলকানিতে আলোকিত হয়।
এছাড়া অকল্যান্ডের তিন ঘণ্টা পর অস্ট্রেলিয়াও নতুন বছরে পদার্পন করে। নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্বের অন্যান্য দেশও। তবে নতুন বছরকে সব শেষে স্বাগত জানাবে যুক্তরাষ্ট্রের বেকার আইল্যান্ড ও হাউল্যান্ড আইল্যান্ড। বাংলাদেশের সময় অনুযায়ী ১ জানুয়ারি বিকেলে এসব অঞ্চলে নতুন বছরের উদযাপন শুরু হবে।
বিডি প্রতিদিন/৩১ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম