দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ইরানে শুরু হওয়া বিক্ষোভ সরকার বিরোধী আন্দোলনে রূপ নিয়েছে। পঞ্চম দিনের মতো ইরানের বিভিন্ন শহরে এই বিক্ষোভ চলছে। এই বিক্ষোভ চলাকালে ইরানের রাজধানী তেহরানে গত তিন দিনে প্রায় ৪৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। বিক্ষোভকালে সহিংসতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার স্থানীয় এক গণমাধ্যমে এ কথা বলা হয়েছে। খবর এএফপি’র।
বিষয়টি নিশ্চিত করে তেহরান নগরীর গভর্ণর অফিসের ডেপুটি আলি-আসগর নাসেরবাখত বলেন, ‘শনিবার ২০০ জন, রবিবার ১৫০ জন ও সোমবার প্রায় ১০০ জনকে গ্রেফতার করা হয়।
বিডি প্রতিদিন/০২ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম