ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমান যাত্রীর অসুস্থতার কারণে জরুরি অবস্থায় অবতরণ করে। বোয়িং ৭৭৭-২৩৬ জেট বিমানটি সে সময় ব্যাংকক থেকে লন্ডনে যাওয়ার পথে শতাধিক যাত্রী বহন করছিল। ব্রিটিশ এয়ারওয়েজের একটি মুখপাত্র এই জরুরি অবতরণের বিষয়টি নিশ্চিত করেছে। খবর মেইল অনলাইনের।
ব্রিটিশ ব্রিটিশ এয়ারওয়েজ তাদের একটি বিবৃতিতে জানায় 'আমাদের গ্রাহকদের নিরাপত্তা এবং ক্রু সবসময় আমাদের অগ্রাধিকার। আমাদের উচ্চ প্রশিক্ষিত সেই পাইলটটি একটি জরুরি অবতরণের অনুরোধ জানাত যাতে একজন গ্রাহক জরুরি চিকিৎসা পেতে পারে।'
গত মাসে, আরিজোনায় একটি বিমানবন্দরে ব্রিটিশ এয়ারওয়েজের এক বিমান রানওয়ে ত্যাগ করার পরপরই বিমানের ইঞ্জিনটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। এরপরে ইঞ্জিনে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। পরে বিমানটিকে জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয়।
ব্রিটিশ এয়ারওয়েজে পরে একটি বিবৃতিতে বলেছে যে, বোয়িং ৭৪৭ বিমানটি তার চারটি ইঞ্জিনের সাথে একটি কারিগরি সমস্যার কারণে রানওয়ে ছেড়ে যাওয়ার পরে সমস্যাটি ঘটেছে। বিমানটিকে ফিনিক্স স্কাই হারবার বিমানবন্দরে ফেরত পাঠানো হয়েছে এবং সেটি নিরাপদে অবতরণ করেছে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর