ইসলামি প্রজাতন্ত্র ইরান ও চীনের কয়েকটি যুদ্ধজাহাজ পারস্য উপসাগরের হরমুজ প্রণালী এবং ওমান সাগরে সামরিক মহড়া চালাবে। আগামী অল্প কিছুদিনের মহড়া শুরু হবে বলে জানা গেছে।
এক যৌথ সংবাদ সম্মেলনে ইরানের প্রথম নৌ ঘাঁটির কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আমির হোসেইন আজাদ জানান, হরমুজ প্রণালীর পূর্বে এবং ভারত মহাসাগরের উত্তরে এই মহড়া অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে চীনের তরফ থেকে উপস্থিত ছিলেন দেশটির বিভিন্ন দেশে সফরে থাকা ১৫০তম বহরের কমান্ডার শেন হাও।
ইরানি কমান্ডার জানান, দু দেশের মধ্যে নৌ অভিজ্ঞতা বিনিময়ের জন্য এই মহড়ার আয়োজন করা হয়েছে। তিনি আরও জানান, সমুদ্রে জলদস্যুদের উৎপাত মোকাবেলা, বাণিজ্যিক জাহাজগুলোকে সুরক্ষা দেওয়া, উদ্ধার ও ত্রাণ তৎপরতায় সহযোগিতা এবং পূর্ণাঙ্গ তথ্য বিনিময় হবে এই মহড়ার গুরুত্বপূর্ণ কয়েকটি দিক।
চীনা কামন্ডার শেন হাও বলেন, মহড়ার বিষয়ে এরইমধ্যে বিস্তারিত পরিকল্পনা করা হয়েছে এবং এই মহড়া দু দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরিতে ভূমিকা রাখার পাশাপাশি দু দেশের নৌবাহিনীর মধ্যে আস্থা জোরদার করবে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর