মিশরের গ্র্যান্ড মুফতি বা শীর্ষ ইমাম বিটকয়েনের কেনা-বেচা ইসলামে নিষিদ্ধ বলে ফতোয়া জারি করেছেন। তিনি জানান, এই ডিজিটাল মুদ্রার লেনদেনে জালিয়াতি এবং প্রতারণার সুযোগ রয়েছে। সুতরাং ইসলামে এর লেনদেন নিষিদ্ধ।
মিশরের দৈনিক আল আহরামকে তিনি বলেন, ডিজিটাল এই মুদ্রার কোনো কেন্দ্রীয় নিয়ন্ত্রক প্রতিষ্ঠান নেই, ফলে এর ব্যবসার সাথে ঝুঁকি জড়িত। বিটকয়েন শরিয়া বিরোধী, কারণ এটি ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য অপরিসীম ক্ষতি ডেকে আনতে পারে।’
উল্লেখ্য, গত বছর অগাস্ট মাসে মিশরে বিটকয়েন লেনদেনের জন্য এক্সচেঞ্জ বা বাজার চালু হয়। তবে গত মাসে সেদেশের সরকার এই ডিজিটাল মুদ্রাকে নিষিদ্ধ করেছে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর