পাকিস্তানের বিভিন্ন জেলে মোট ৪৫৭ জন ভারতীয় বন্দি রয়েছেন। এর মধ্যে মধ্যে ৩৯৯ জন মৎস্যজীবী। পাকিস্তানের বিদেশ মন্ত্রালয়ের তরফে ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনের কাছে এই পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। সেই সঙ্গে জানানো হয়েছে, আগামী সোমবার ১৪৬ জন মৎস্যজীবীকে মুক্তি দেওয়া হবে। যারা প্রত্যেকেই তাদের শাস্তির মেয়াদ পূর্ণ করেছেন।
ভারত ও পাকিস্তান দু’দেশের কারাগারে কোন দেশের কতজন বন্দি রয়েছেন, সে বিষয়ে একটি তালিকা একে অপরকে তুলে দেয়। প্রতি বছরের ১ জানুয়ারি এবং ১ জুলাই এই তালিকা বিনিময়ের কাজটা করা হয়। সেই মতো গত সোমবার তালিকা বিনিময় করা হয়। আর তাতেই জানা যায়, বর্তমানে পাকিস্তানের বিভিন্ন জেলে ভারতীয় বন্দির হিসাব।
আরব সাগরে স্পষ্ট সীমা রেখা নেই। পাশাপাশি আধুনিক প্রযুক্তিযুক্ত নৌকা ব্যবহার করতে অধিকাংশ সময়েই দেখা যায় না দু’দেশের মৎস্যজীবীদের। আর সে জন্যই ভারত ও পাকিস্তানের মৎস্যজীবীরা প্রায়শই অন্য দেশের সীমানায় ঢুকে পড়েন এবং গ্রেফতার হন। এ ছাড়াও রয়েছেন অন্যান্য অভিযোগে অভিযুক্ত বন্দিরা।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর