সুখ-দুঃখের মূহূর্ত ক্যামেরাবন্দী করার জন্য মানুষ সেলফি তোলে। এবার সেলফি তোলা হলো হুমকি দেয়ার জন্য। সেই হুমকি দেয়া হয়েছে আবার বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রকে। গত ৩০ নভেম্বর আইএসের সহযোগী একটি চ্যানেলে সেলফিটি আপলোড করা হয়।
সেই সেলফি এবার সবার মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল বলছে, সন্ত্রাসী সংগঠন আইএসের ব্যবহৃত স্কার্ফ পরে নিউ ইয়র্কের মেট্রোপলিটান আর্ট মিউজিয়ামের সামনে সেলফিটি তোলা হয়। ওই সময় পুরো এলাকা ছিল তুষারে ঢাকা। আশেপাশের লোকজন পাশ দিয়ে দ্রুত হেঁটে যাচ্ছে। কিন্তু কেউই সেলফি তোলার বিষয় খেয়াল করেছে বলে মনে হয় না।
নিউ ইয়র্ক নিয়ে তৈরি একটি ভিডিওর স্থিরচিত্র প্রকাশ করার পর এ সেলফি প্রকাশ করলো আইএস। ওই স্থিরচিত্রে আই্এসের এক সৈন্য ছুরি হাতে দাঁড়িয়েছিল। তাতে লেখা ছিল, 'এটি করাতের চেয়েও সস্তা।' উৎসবমুখর সময়ে নাশকতা চালানোর ইঙ্গিত দিতেই ওই পোস্টার প্রকাশ করে আইএস।
বিডি প্রতিদিন/৩ জানুয়ারি, ২০১৭/ফারজানা