জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করায় ফিলস্তিনে বিক্ষোভ অব্যাহত আছে। কোনোভাবেই ফিলিস্তিনিদের দমিয়ে রাখা যাচ্ছে না। এবার তাই নতুন পন্থা বেছে নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার টুইটারে ফিলিস্তিনকে সাহায্য বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছেন ট্রাম্প।
টুইটারে তিনি লিখেছেন, আমরা ফিলিস্তিনকে প্রতি বছর শত শত মিলিয়ন ডলার দিয়ে থাকি। তার বদলে কোনো প্রশংসা কিংবা সম্মান আমরা পাই না। ইসরায়েলের সঙ্গে দীর্ঘ সময় ধরে চলা শান্তি চুক্তিতে আসতেও চায় না তারা। ফিলিস্তিনিরা শান্তি চায় না। তাহলে ভবিষ্যতে কেন আমরা তাদের বিশাল পরিমাণ অর্থ সাহায্য দেব?
বিডি প্রতিদিন/৩ জানুয়ারি, ২০১৭/ফারজানা