যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে ট্রাম্প টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার স্থানীয় সময় ৭টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
আগুন নিয়ন্ত্রণে ৮৪জন অগ্নিনির্বাপক কর্মী কাজ করছেন। টাওয়ারে টপ ফ্লোর থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে স্কাই নিউজ।
এ দিকে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়ান।
৬৮ তলা বিশিষ্ট ভবনটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট পদে আসীন হওয়ার আগ পর্যন্ত বাস ভবন ছিল। বর্তমানে এখানে অনেকগুলো অফিস ও আবাসিক ফ্ল্যাট রয়েছে।
বিডিপ্রতিদিন/ ০৮ জানুয়ারি, ২০১৮/ ই জাহান