উত্তর লন্ডনে পেইন্ট কারখানায় স্থানীয় সময় সোমবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওয়াটারলু রোডের স্টপলস কর্নারের কাছাকাছি উত্তর সার্কুলারে এ দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে লন্ডন ফায়ার ব্রিগেডের মুখপাত্র জানান, আগুন জ্বলছে এমন দৃশ্য প্রায় ১ মাইল দূর থেকেও স্পষ্ট দেখা যাচ্ছিল। আগুনের ভয়াবহতা এক তলার এই ভবনটিকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে।
তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর এখনও পাওয়া যায়নি। ফায়ার ব্রিগেড আসার আগেই শ্রমিকরা অক্ষত অবস্থায় ফ্যাক্টরি থেকে বের হয়ে যায় বলে জানা গেছে।
উল্লেখ্য, গত বছরের জুনে পশ্চিম লন্ডনে কেনসিংটন এলাকায় গ্রেনফেল টাওয়ারের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত হয়েছিলেন অর্ধশতাধিক।
সূত্র: স্কাই নিউজ
বিডি প্রতিদিন/০৯ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ