অবশেষে আলোচনায় বসলো উত্তর ও দক্ষিণ কোরিয়া। অলিম্পিকে সহযোগিতা এবং সামগ্রিক সম্পর্ক কিভাবে উন্নত করা যায় সে বিষয়ে উচ্চ পর্যায়ের আলোচনা শুরু করেছে। দুই বছরেরও অধিক সময় পর এই প্রথম তাদের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হলো আজ।
এ ব্যাপারে দক্ষিণ কোরিয়ার একীভূতকরণ মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর কোরিয়া গত শুক্রবার সকালে একটি বার্তা পাঠিয়েছে, যাতে বলা হয়েছে- অলিম্পিকে সহযোগিতা এবং সামগ্রিক সম্পর্ক কিভাবে উন্নত করা যায় সে বিষয়ে আলোচনার জন্য দক্ষিণ কোরিয়া, সীমান্ত গ্রাম পানমুনজমে আলোচনার যে প্রস্তাব দিয়েছে তা গ্রহণ করেছে উত্তর কোরিয়া।
উল্লেখ্য, ২০১৫ সালের ডিসেম্বরে সর্বশেষ দুই কোরিয়ার মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছিল।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/০৯ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ