দ্বিতীয় বিবাহবিচ্ছেদের ছয় বছর পর মডেল মেলানিয়াকে বিয়ে করেন ডোনাল্ড ট্রাম্প। ২০১৬ সালে ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করলে মেলানিয়ার একাধিক নগ্ন ছবি প্রকাশ করে দেয় নিউ ইয়র্ক পোস্ট।
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যমটির ২০১৬ সালের জুলাই সংখ্যার প্রচ্চদও মেলানিয়ার নগ্ন ছবি দিয়ে ছাপা হয়েছিল। বিদ্রুপাত্মক ওই স্টোরি ও ছবিগুলো দেখে ভেঙে পড়েন মেলানিয়া। তিনি বারবার ট্রাম্পকে একটি কথাই জিজ্ঞেস করছিলেন, 'এটাই কী আমাদের ভবিষ্যৎ!' তাকে কিছুতেই সান্ত্বনা দেয়া যাচ্ছিল না। তারপরও ট্রাম্প সর্বোচ্চ চেষ্টা করেছেন।
মার্কিন সাংবাদিক মাইকেল উলফ তার 'ফায়ার অ্যান্ড ফিউরি ইনসাইড দ্য ট্রাম্প হোয়াইট হাউজ' বইতে এসব তথ্য প্রকাশ করেছেন। যদিও ট্রাম্প বইয়ের তথ্য 'কল্পকাহিনী' বলে উড়িয়ে দেয়ার চেষ্টা করেছেন। বইটির প্রকাশনাও বন্ধ করে দেয়ার চেষ্টা হয়েছিল। কিন্তু সবচেষ্টাই ব্যর্থ হয়েছে।
শুধু নিউ ইয়র্ক পোস্টই নয়, ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলও মেলানিয়াকে নিয়ে নোংরা মন্তব্য করেছিল। যার জন্য গত বছরের এপ্রিলে ক্ষতিপূরণ দিতে সম্মত হয় ডেইলি মেইল। প্রকাশ্যে ক্ষমাও চেয়েছিল সংবাদমাধ্যমটি।
বিডি প্রতিদিন/৯ জানুয়ারি, ২০১৮/ফারজানা