দুই বছরেরও অধিক সময় পর আলোচনায় বসলো উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া। মঙ্গলবারের এ আলোচনাকালে আগামী মাসে অনুষ্ঠেয় শীতকালীন অলিম্পিকে দুই কোরিয়ার মধ্যে পারিবারিক পুনর্মিলনের প্রস্তাব দিয়েছে দক্ষিণ কোরিয়া।
এ ব্যাপারে দক্ষিণ কোরিয়ার উপ একত্রীকরণমন্ত্রী চাং হায়ে সাং সাংবাদিকদের বলেন, দক্ষিণ কোরিয়া নতুন চাঁন্দ্রবর্ষে পারিবারিক পুনর্মিলন আয়োজনের আহ্বান জানিয়েছে। সময়টি পিয়েওঙ্গচাং গেমসের মাঝামাঝিতে পড়ে।
উল্লেখ্য, ১৯৫০-৫৩ সালে দুই কোরিয়ার মধ্যে যুদ্ধের সময় অনেক পরিবারের সদস্য পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
সূত্র: এএফপি
বিডি প্রতিদিন/০৯ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ