সিরিয়ার বিভিন্ন অবস্থান লক্ষ্য করে রাতভর বিমান ও রকেট হামলা চালিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী। এতে ‘সামরিক অবস্থানের’ কাছের এলাকায় ক্ষতি হয়েছে। মঙ্গলবার সিরিয়ার সামরিক বাহিনীর এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। খবর এএফপি’র।
এ ব্যাপারে বিস্তারিত উল্লেখ না করে বিবৃতিতে আরও বলা হয়, তারাও ইসরাইলের একটি বিমান লক্ষ্য করে ‘হামলা’ চালিয়েছে। তবে ইসরাইলি বিমান সিরিয়ার কোন অঞ্চলকে টার্গেট করেছিল তা স্পষ্ট জানা যায়নি।
বিডি প্রতিদিন/০৯ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম