অভ্যুত্থানের মাধ্যমে ইংলাক সরকারের পতন ঘটিয়ে ২০১৪ সালে দেশের শাসন ক্ষমতা হাতে নেন সাবেক সেনাপ্রধান প্রায়ুথ চান ওচা। ফলে তিন বছরেরও বেশি সময় সেনা সমর্থনপুষ্ঠ সরকারের শাসন চলছে থাইল্যান্ডে। সাধারণ নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্বের হাতে ক্ষমতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও বারবার তার পেছানো হচ্ছে। এনিয়ে অসন্তোষের জেরে দেশটির দক্ষিণাঞ্চলে প্রায়ই সহিংসতার ঘটনা ঘটছে।
এছাড়া থাইল্যান্ডের রাজনীতি এবং ভবিষ্যত নিয়ে দেশি এবং বিদেশি গণমাধ্যমের মুখোমুখি তাকে প্রায়ই হতে হয়েছে। যদিও এসব প্রশ্ন বরাবরই এড়িয়ে গিয়েছেন তিনি। এবার গণমাধ্যমকে এড়াতে অভাবনীয় কাণ্ড করলেন দেশটির প্রধানমন্ত্রী প্রয়ুথ চান ওচা। রাজধানীর গভর্নমেন্ট হাউজে এক সংবাদ সম্মেলনে তিনি হাজির হলেন কার্ডবোর্ডের তৈরি তারই এক রেপ্লিকা নিয়ে।
চরম ঔদ্ধত্যের সুরে বললেন, আপনাদের যদি রাজনীতি বা দেশের মধ্যকার সহিংসতা নিয়ে কোনো প্রশ্ন থাকে তবে এই মুর্তিকে প্রশ্ন করুন। উপস্থিত গণমাধ্যমকর্মীদের সাথে এমন নিষ্ঠুর রসিকতা করে নির্বিকারে বিদায় নেন ঘটনাস্থল থেকে।
বিডি প্রতিদিন/০৯ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম