দক্ষিন চীন সাগরে দুর্ঘটনা কবলিত ইরানি তেল ট্যাঙ্কারে এখনো আগুন দাউদাউ করে জ্বলছে। সেই তিন দিন আগে চীনের একটি মালবাহী জাহাজের সাথে ধাক্কা লাগার পর থেকেই ট্যাঙ্কারটিতে আগুন ধরে যায়। চীনের পূর্ব উপকূলের অদূরবর্তী সাগরে এই ঘটনা ঘটে।
চীনের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, চীনের পূর্ব উপকূলের অদূরবর্তী সাগরে প্রতিকূল পরিস্থিতির কারণে পানামায় রেজিস্ট্রিকৃত ওই তেল ট্যাঙ্কারের আগুন নেভানোর কাজে ব্যাপক উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। দোমড়ানো মোচড়ানো ওই সানচী নামের তেল ট্যাঙ্কারের আগুন নেভানো বা নাবিকদের কোনরকম হদিশ করার কাজ সাগরবক্ষের উত্তল ঢেউ এবং সেই সাথে দূষিত ধোঁয়া উদ্রগিণের কারণে সামাল দেওয়া যাচ্ছে না।
৯০০ বর্গ নটিকাল মাইল এলাকাব্যাপী সাগরবক্ষে উদ্ধার জাহাজ ও বিমান নিয়ে সন্ধান তৎপরতা চালিয়ে যাচ্ছে চীন, দক্ষিণ কোরিয়া ও যূক্তরাষ্ট্রের নৌ বাহিনীর লোকজন।
ওই ট্যাঙ্কারটিতে নাবিক ছিলেন ৩২ জন। এরমধ্যে ইরানি ৩০ জন এবং বাংলাদেশের দুইজন। চীনের পরিবহন মন্ত্রণালয় বলছে, ঘটনাস্থলের কাছাকাছি অজ্ঞাত পরিচয় একটি দেহাবশেষের সন্থান মিলেছে।
এর আগে চীনের কর্মকর্তারা আশঙ্কা ব্যক্ত করেছিলেন, ওই তেল ট্যাঙ্কারটি বিস্ফোরিত হতে পারে বলে ভয় হচ্ছে এবং তাতে করে পরিবেশ বিপর্যয় ব্যাপক বিস্তৃত পরিসরে দেখা দিতেও পারে।
বিডি প্রতিদিন/১০ জানুয়ারি ২০১৮/আরাফাত