বরফে সাদা হয়ে গেল বিশ্বের অন্যতম উষ্ণ অঞ্চল নামে পরিচিত বিখ্যাত সাহারা মরুভূমি বরফে ঢেকে গেছে। যেদিকে চোখ যায় শুধুই সাদা। চারিদিকে শুধু বরফ আর বরফ। এমন চিত্রই দেখা গেল সাহারা মরুভূমির বিস্তীর্ণ এলাকায়।
সাধারণত গরমের সময় আফ্রিকার সাহারায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যায়। মরুভূমির কোথায় শুরু, কোথায় শেষ, সেই সকল প্রশ্নের উত্তর আজ অজানা। একইসঙ্গে এই মরু এলাকায় তুষারপাত ঘিরেও শুরু হয়েছে রহস্য।
স্থানীয় আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, আফ্রিকার উত্তর দিকে থেকে শীতল হাওয়া নীচের দিকে নেমে আসতে শুরু করেছে। যার জেরে ক্রমশ কমছে তাপমাত্রা। প্রায় ১৬ ইঞ্চি বরফে ঢেকে গিয়েছিল সাহারার বিস্তীর্ণ অঞ্চল। কোথাও কোথাও ৪০ সেন্টিমিটারের বেশি তুষারপাত হয়েছে। গত রবিবার সকাল থেকে তুষারপাত শুরু হয়। দ্রুতই হলদেটে বালি সাদা হয়ে যায়।
উল্লেখ্য, এর আগেও এই চিত্র দেখা গিয়েছিল সাহারা মরুভূমি এলাকায়। প্রকৃতির এক অদ্ভুত খেলায় ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি তুষারঝড়ের হাত ধরে বরফে ঢেকে গিয়েছিল সাহারা। এরপর ২০১৮ সালের জানুয়ারিতে হল। কিন্তু, নতুন প্রজন্মের কাছে এই ছবি একেবারেই অভিনব।
বিডি প্রতিদিন/১১ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ