যুক্তরাষ্ট্রের সাথে দূরত্ব বাড়লেও চীনের সঙ্গে সম্পর্কের উন্নয়ন ঘটছে পাকিস্তানের। আর তারই জের ধরে এবার নিজেদের সেনাবাহিনীর জন্য চীনের ট্যাংক নিয়ে আসছে পাকিস্তান। একটি ছবি থেকে গোয়েন্দাদের হাতে এমন তথ্যই উঠে এসেছে।
জানা গেছে, চীনের নর্থ ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের তৈরি ভিটি৪ ব্যাটল ট্যাংক বাহিনীতে যুক্ত করতে চাইছে ইসলামাবাদ। তার জন্যও পরীক্ষা-নিরীক্ষাও শুরু হয়ে গেছে। সম্প্রতি প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে, পাকিস্তানের এক গোপন জায়গায় রাখা হয়েছে ওই ট্যাংক।
ভিটি৪ হল একটি থার্ড জেনারেশন ব্যাটল ট্যাংক। এতে রয়েছে ১২৫ এমএম গান, অটো-লোডার। থার্মাল ইমেজিং এবং প্যানোরমিক সাইটের ছবি তোলার ক্ষমতাও রয়েছে এই ট্যাংকে। ঘন অন্ধকারে এবং খারাপ আবহাওয়াতেও চারপাশের ছবি ধরা পড়বে এতে।
এদিকে গ্লোবাল টাইমসের রিপোর্ট অনুযায়ী, চীন ও পাকিস্তানের মধ্যে শীঘ্রই একাধিক চুক্তি হবে। এর মধ্যে থাকবে সামরিক চুক্তিও। ইতিমধ্যেই ইকনমিক করিডরে ৫০ বিলিয়ন বিনিয়োগ বাড়িয়ে দিয়েছে বেইজিং।
বিডি প্রতিদিন/১১ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ