কাতারের বিরুদ্ধে সকল ধরণের সম্পর্ক ছিন্ন করে নিষেধাজ্ঞা আনায় সৌদি নেতৃত্বাধীন প্রধান আরব দেশসমূহের কাছে ক্ষতিপূরণ চাওয়ার পরিকল্পনা করছে দোহা। গত বছর জুন মাসে কাতারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আনে আরব দেশগুলো।
এ ব্যাপারে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লুলোয়া আল-খাতের এক সংবাদ সম্মেলনে জানান, সকল ধরণের আইনি বৈধতা থাকা সত্ত্বেও কোন ধরণে বাণিজ্যের সুযোগ পাচ্ছে না। তিনি বলেন, এটি রীতিমত অর্থনৈতিক যুদ্ধ।
সন্ত্রাসবাদের সাথে যোগসাজশের অভিযোগে সৌদি আরব, আরব আমিরাত, বাহরাইন, মিশর দেশটির ওপর কূটনৈতিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আনে। অন্যদিকে, কাতার বারবার তার ওপর আনা অভিযোগ অস্বীকার করে আসছে। সেইসাথে সংকট নিরসনে সংলাপের আহবানও করেছে বেশ কয়েকবার।
সূত্র: দ্য নিউ আরব
বিডি প্রতিদিন/১১ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ