নেপালের দক্ষিণাঞ্চলে কলেজের একটি বাস খাদে পড়ে কমপক্ষে ২১ জন নিহত হয়েছে। এছাড়া আরও ১৫ জন আহত হয়েছেন। একটি শিক্ষা সফর শেষে ফিরে আসার সময় শুক্রবার তুলসিপুর শহরে কাছে এ দুর্ঘটনা ঘটে। খবর সিটিভি'র।
নেপালের একজন পুলিশ কর্মকর্তা প্রেম বাহাদুর শাহী বলেছেন, দাং জেলা থেকে একটি শিক্ষা সফর শেষে ঘোরাহি শহরে ফিরছিল শিক্ষক-শিক্ষার্থীদের বহনকারী ওই বাসটি। বাসটি রাস্তা থেকে প্রায় ৭০০ মিটার নিচে পানিতে ডুবে যায়। আমরা এখনও পর্যন্ত ১৩ জন পুরুষ ও তিনজন নারীর মৃতদেহ খুঁজে পেয়েছি।
শাহী বলেন, আহত ১৫ জনকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানিয়েছেন তিনি।
বিডি প্রতিদিন/হিমেল