দেশের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পূর্ণভাবে প্রতিরক্ষামূলক এবং এই নিয়ে কারও সঙ্গে তেহরান কোনও আলোচনা করবে না। এমনটাই হুঁশিয়ারি ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের।
আল-জাজিরা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে জারিফ বলেন, “ইরানের সকল ক্ষেপণাস্ত্র কর্মসূচি প্রতিরক্ষামূলক এবং প্রতিরোধের জন্য এগুলোর প্রয়োজন রয়েছে। এই অঞ্চলের যে কোনো দেশের চেয়ে আমরা সামরিক খাতে কম অর্থ ব্যয় করি এবং সে কারণে আমরা প্রথম দিকেই ঘোষণা করেছি যে, আমাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি আলোচনার যোগ্য কোনো ইস্যু নয়।”
সম্প্রতি মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও অভিযোগ করেছেন, ইরান মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে যার মাধ্যমে জাতিসংঘের ২২৩১ নম্বর প্রস্তাব লঙ্ঘন হয়েছে। আর এই প্রসঙ্গে জাওয়াদ জারিফ বলেন, যুক্তরাষ্ট্র জেনেশুনেই এই প্রস্তাব লঙ্ঘন করেছে। তারা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়েছে। ফলে তারা এই প্রস্তাব নিয়ে আর কথা বলার অধিকার রাখে না।
তিনি আরও বলেন, রাষ্ট্রসংঘের প্রস্তাব ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিষিদ্ধ করেনি। দোহা ফোরাম ২০১৮’তে যোগ দেওয়ার জন্য জাওয়াদ জারিফ কাতার গেছেন এবং সেখানে আল-জাজিরা টেলিভিশন চ্যানেল তার সাক্ষাতকার নেয়। সেই সাক্ষাতকারে তিনি এসব কথা জানান।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত