ইংরেজি নতুন বছরকে বরণ করতে যখন আনন্দে উত্তাল নিউইয়র্কের টাইমস স্কোয়্যার, ঠিক তখনই টুইটে পরমাণু যুদ্ধের ভয় দেখাল মার্কিন সেনাবাহিনীর স্ট্র্যাটেজিক কম্যান্ড। একটি ভিডিওতে দেখানো হল, ‘বি-২০’ বোমারু বিমান থেকে ফেলা হচ্ছে পরমাণু বোমা। আর তুমুল বিস্ফোরণের শব্দে ও গাঢ় ধোঁয়ায় ঢেকে যাচ্ছে চারিদিক।
মার্কিন সেনার স্ট্র্যাটেজিক কম্যান্ড টুইটে বলল, যদি কখনও প্রয়োজন হয়, টাইমস স্কোয়্যারের 'নিউ ইয়ার বল'র চেয়ে ‘অনেক অনেক বড়’ বোমা ফেলার জন্য তারা প্রস্তুত। এই স্ট্র্যাটেজিক কম্যান্ডই যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্র তদারকি ও ব্যবহারের শীর্ষ নেতৃত্ব।
ওই টুইটের পর রীতিমতো শোরগোল পড়ে যায় মার্কিন মুলুকে। ঢেউ বয়ে যায় নিন্দা ও সমালোচনার। বছর শুরুর দিনেই যুদ্ধের আশঙ্কায় ভীত হয়ে পড়েন শান্তিকামী মানুষ। তার প্রেক্ষিতে টুইট করেই ক্ষমা প্রকাশ করে মার্কিন সেনাবাহিনীর স্ট্র্যাটেজিক কম্যান্ড। মুছে ফেলা হয় আগের টুইট।
ক্ষমা চেয়ে স্ট্র্যাটেজিক কম্যান্ডের পরের টুইটে বলা হয়, ‘‘নতুন বছর উপলক্ষ্যে আমাদের আগের টুইটটি খুব অরুচিকর হয়েছে। ওই টুইটে আমাদের আদর্শ প্রতিফলিত হয়নি। আমরা ক্ষমা চাইছি। আমরা যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলির নিরাপত্তা রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ।’’
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ তাফসীর