ভারতের উত্তর প্রদেশে রাস্তার পাশের বাড়ির ভেতরে একটি দ্রুতগামী ট্রাক ঢুকে পড়ায় নারী ও শিশুসহ একই পরিবারের আটজন নিহত হয়েছে। মঙ্গলবার উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্মৌ থেকে ৩৬৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে চানদাউলি জেলার ইলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
দেশটির সিনিয়র পুলিশ কর্মকর্তা দেবেন্দ্র নাথ স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ট্রাকটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে বিহারের পার্শ্ববর্তী ওই গ্রামের রাস্তার পাশের একটি কুঁড়েঘর গিয়ে ঢুকে পড়ে ট্রাক। আর এতে একই পরিবারের ছয়জন ঘটনাস্থলেই এবং দুইজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এদিকে, সিনিয়র পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণের ব্যবস্থা নিচ্ছেন বলেও জানান তিনি।
সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/হিমেল