আফ্রিকার দেশ মালির মধ্যাঞ্চলে ফুলানি সম্প্রদায়ের একটি গ্রামে সশস্ত্র লোকদের হামলায় ৩৭ জন নিহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় বিকাল ৫টার দিকে কুলোগন এলাকায় ওই হামলার ঘটনা ঘটেছে।
ধারণা করা হচ্ছে, পশু শিকার ও চরানোর জমি নিয়ে বিরোধের জেরে গ্রামটিতে হামলা চালানো হয়েছে। দেশটিতে প্রতিদ্বন্দ্বী সম্প্রদায়ের মধ্যে এটি সর্বশেষ সংঘর্ষের ঘটনা।
সরকারি এক বিবৃতিতে বলা হয়, সশস্ত্র ব্যক্তিরা দোজো জাতির শিকারীদের মতো পোশাক পরে মোপতি অঞ্চলের বাঙ্কাসের কাছের কোউলোগোন গ্রামে এ হামলা চালায়। এই হামলায় ৩৭ জন নিহত হয়েছে। এদের সকলেই বেসামরিক লোক। এছাড়া এতে বেশ কয়েকজন আহত হয়েছে। হামলাকারীরা অনেক বাড়ি-ঘর জ্বালিয়ে দিয়েছে।’
ফুলানি সম্প্রদায়ের আলায়ে ইয়াত্তারা বলেন, ‘আমাগেদর গ্রামের প্রধান মুসা দিয়াল্লো এই হামলায় নিহত হয়েছেন। এছাড়াও এতে তার পরিবারের এক বৃদ্ধা ও এক বালিকা নিহত হয়েছে।’
ফুলানীরা ডোগোনদের জমিতে তাদের পশু চরাতে যাওয়ায় উভয়পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। পানি ও জমি নিয়েই এই বিরোধের সৃষ্টি হয় বলে জানা গেছে। এর আগে যেখানে জাতিগত সহিংসতার কারণে গত বছর শত শত মানুষ মারা যায়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন