জনগণের চিত্তবিনোদনের লক্ষ্যে বিশালাকারে বিনোদন কমপ্লেক্স নির্মাণের ঘোষণা দিয়েছে সৌদি আরব। রাষ্ট্রীয় অর্থে রাজধানী রিয়াদে এ কমপ্লেক্স নির্মাণ করা হবে বলে বুধবার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে এই প্রকল্পে কী পরিমাণ অর্থ খরচ হবে সে ব্যাপারে কিছু জানানো হয়নি।
সৌদি বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, এক লাখ বর্গমিটারের এই কমপ্লেক্সটি নির্মাণ করবে সৌদি এন্টারটেনমেন্ট ভেঞ্চার কোম্পানি (সেভেন)। রাষ্ট্রীয় আর্থিক তহিবলের আনুকুল্যে পরিচালিত এই প্রতিষ্ঠান সায়ত্ত্বশাসিত সংস্থা। এই কমপ্লেক্সে খেলাধুলা, সরাসরি অনুষ্ঠান সম্প্রচার ব্যবস্থা, রেস্টুরেন্ট ও সিনেমা হল থাকবে।
উল্লেখ্য, সৌদি সরকারি বিনিয়োগ তহবিল সেভেন প্রতিষ্ঠা করে গত বছর। এর প্রাথমিক মূলধন ছিল ২৬৭ কোটি মার্কিন ডলার। এই প্রতিষ্ঠান পরিচালনার জন্য আমেরিকান বহুজাতিক বিনোদন সংস্থা ডিজনির প্রাক্তন নির্বাহী বিল আর্নেস্টকে নিয়োগ দেওয়া হয়েছিল।
সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/ ওয়াসিফ