উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথে নতুন করে বৈঠকের অপেক্ষায় রয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পিয়ংইয়ংয়ের ওপর যুক্তরাষ্ট্র তাদের অর্থনৈতিক নিষেধাজ্ঞা বজায় রাখলে পারমাণবিক আলোচনার ব্যাপারে উত্তর কোরিয়া তাদের অবস্থান পরিবর্তন করতে পারে বলে দেশটির নেতা হুঁশিয়ার করে দেয়ার একদিন পর মার্কিন প্রেসিডেন্ট এমন মন্তব্য করলেন।
টুইটারে দেয়া এক বার্তায় মঙ্গলবার ট্রাম্প বলেন, ‘আমি কিমের সাথে বৈঠকের অপেক্ষায় রয়েছি। কেননা, তিনি বুঝতে পেরেছেন যে উত্তর কোরিয়া ব্যাপক অর্থনৈতিক সম্ভাবনা রয়েছে। আর এটা তার জন্য খুব ভাল।’
এর আগে কিম তার নববর্ষের ভাষণে বলেন, ‘যুক্তরাষ্ট্র সমগ্র বিশ্বের সামনে করা তাদের প্রতিশ্রুতি রক্ষা না করে অবরোধের বিষয়ে জোর করলে এবং আমাদের ওপর চাপ বজায় রাখলে আমরা আগের অবস্থান থেকে সরে এসে আমাদের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে নতুন পন্থার কথা বিবেচনা করতে পারি।’
কিম আরো বলেন, তিনি যে কোন সময় ট্রাম্পের সাথে বৈঠক বসতে আগ্রহী রয়েছেন। আর এই বৈঠকে তিনি আন্তর্জাতিক গোষ্ঠী সাধুবাদ জানাতে পারে এমন ফলাফল অর্জনের চেষ্টা চালাবেন।
সূত্র: এএফপি
বিডি প্রতিদিন/ ওয়াসিফ