এক দিনের ব্যবধানে ভারত-পাকিস্তানের সীমান্তবর্তী রেখা লাইন অব কন্ট্রোলে (এলওসি) ভারতের আরও একটি ‘স্পাই ড্রোন’ গুলি করে ধ্বংসের দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী।
বুধবার রাতে পাকিস্তানের আইএসপিআর-এর মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর এক টুইট বার্তায় এই তথ্য জানান।
তিনি লেখেন, ভারতের আরও একটি স্পাই কোয়াডকপ্টার গুলি করে ধ্বংস করেছে পাকিস্তানের সেনাবাহিনীর সদস্যরা। আজ (বুধবার) সাতওয়াল সেক্টর সংলগ্ন লাইন অব কন্ট্রোলে এটি ঘটে।
এ ঘটনার আগের দিন মঙ্গলবার এক টুইট বার্তায় আসিফ গফুর জানান, বাগ সেক্টর সংলগ্ন লাইন অব কন্ট্রোলে একটি ভারতীয় স্পাই কোয়াডকপ্টার গুলি করে ধ্বংস করেছে পাকিস্তানি সেনাবাহিনী। কোনো কোয়াডকপ্টার 'এলওসি' অতিক্রম করতে পারবে না, ইনশাআল্লাহ।
যদিও পাকিস্তানি সেনাবাহিনীর অভিযোগের পর নয়াদিল্লির পক্ষ থেকে মঙ্গলবার অভিযোগ কঠোরভাবে প্রত্যাখ্যান করা হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর বরাত দিয়ে হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, সেখানে এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি।
বিডি-প্রতিদিন/০৩ ডিসেম্বর, ২০১৯/মাহবুব