পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দুদিনের সফরে তুরস্কে গেছেন। তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের আমন্ত্রণে তিনি এ সফর করছেন।
তুরস্ক সফরের সময় ইমরান খান তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে বৈঠক করবেন বলে কথা রয়েছে। এ সময় দু নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন।
রাজধানী আংকারায় অবস্থানকালে প্রধানমন্ত্রী ইমরান খান একটি ব্যবসায়ি ফোরামে বক্তৃতা করবেন। এর পাশাপাশি তিনি তুরস্কের ব্যবসায়ি এবং সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে কয়েকটি বৈঠক করবেন।
ধারণা করা হচ্ছে- ইমরান খানের এ সফরের মধ্যদিয়ে পাকিস্তান ও তুরস্কের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক বিশেষ করে অর্থনৈতিক ও ব্যবসা-বাণিজ্যের নতুন রাস্তা খুলে যাবে।
দীর্ঘদিন ধরে পাকিস্তান ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষাসহ নানা ক্ষেত্রে চমৎকার সম্পর্ক বিরাজ করছে।
বিডি প্রতিদিন/০৩ জানুয়ারি ২০১৯/আরাফাত