জেলখানায় নিঃসঙ্গ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। নিজের কক্ষকে নিজের হাতেই গোছগাছ করতে হচ্ছে তাকে। তার ফায়ফরমায়েশ খাটার জন্য একজন কয়েদিকে চাওয়া হয়েছি। কিন্তু পাঞ্জাবের প্রাদেশিক সরকার সেই আবেদন প্রত্যাখ্যান করেছে। ফলে নিজের হাতেই সব করতে হবে নওয়াজকে।
আল আজিজিয়া স্টিল মিলস দুর্নীতি মামলায় নওয়াজ শরীফকে পাকিস্তানের আদালত সাত বছরের জেল দিয়েছে। তাকে রাখা হয়েছে লাহোরের কোট লাখপাত জেলে।
একজন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে জেলে তার কিছুটা বেশিই সুবিধা পাওয়ার কথা। যেমন, তার কাজে সহায়তা করার জন্য জেলখানা থেকেই কাউকে তার সেবায় দেয়ার নিয়ম আছে।
কিন্তু পাঞ্জাবের আইজি (জেল) শাহিদ সালিম বেগ বলেছেন, পাঞ্জাব সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, শরীফকে কোনো কয়েদিকে সহায়তাকারী হিসেবে দেয়া হবে না। এর ফলে নিজের রুমের সব কাজকর্ম নওয়াজকে নিজ হাতেই করতে হবে।
তিনি আরও বলেন, নওয়াজ শরীফকে বলে দেয়া হয়েছে জেল ভোগের সময় নওয়াজ শরীফকে নিজেই নিজের রুমের সব করতে হবে।
গভর্নর হাউজে পাঞ্জাবের গভর্নর চৌধুরী সারোয়ারের উপস্থিতিতে মিডিয়া ব্যক্তিত্বদের সামনে কথা বলেন ওই পুলিশ কর্মকর্তা। এ সময় তিনি বলেন, নওয়াজ শরীফের ঘটনাটি স্পর্শকাতর। তাকে জেলখানায় নিজের ব্যারাকের বাইরে বের হতে দেয়া যাবে না।
বিডি প্রতিদিন/০৩ জানুয়ারি ২০১৯/আরাফাত