ইতালিতে নিযুক্ত উত্তর কোরিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জো সং-গিল নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা। আজ বৃহস্পতিবার এক ব্রিফিংয়ের পর দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা বরাত দিয়ে দেশটির সংসদ সদস্য কিম মিন-কি সাংবাদিকদের বলেন, জো এক মাস আগেই রোম দূতাবাস থেকে পালিয়েছেন।
তিনি বলেন, ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জো সং-গিলের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল গত বছরের নভেম্বরের শেষদিকে। কিন্তু তিনি নভেম্বরের শুরুতেই ডিপ্লোম্যাটিক কম্পাউন্ড থেকে পালিয়ে যান।
বিডি প্রতিদিন/এ মজুমদার