যুক্তরাষ্ট্র যদি স্নায়ুযুদ্ধের সময়কার পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি বাতিল করে এবং ইউরোপের মাটিতে ক্ষেপণাস্ত্র মোতায়েন করে তাহলে মস্কোও পাল্টা ব্যবস্থা নেবে। এমনটাই হুঁশিয়ারি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর। আজ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।
একই সাথে পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি টিকিয়ে রাখার জন্য রাশিয়া জাতিসংঘের সাধারণ পরিষদে যে প্রস্তাব তুলেছিল, তার বিরুদ্ধে গত ২১ ডিসেম্বর ইউরোপের দেশগুলো যে ভোট দিয়েছে তারও নিন্দা করেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী।
বিডি প্রতিদিন/এ মজুমদার