রাশিয়ার ম্যাগনিতোগোরস্ক শহরে একটি বহুতল ভবনে বিস্ফোরণের ফলে ভবনটি ধ্বসে গিয়ে এখন পর্যন্ত ৩৭ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে ধ্বংসস্তুপ থেকে আরও মৃতদেহ উদ্ধার হয়েছে। ৩৭টি দেহের মধ্যে মোট ২২টি দেহ শনাক্ত হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে শতাধিক।
এর আগে সোমবার ভোরে মস্কোর পূর্বাংশে বাণিজ্যিক অঞ্চল ম্যাগ্নিটোগোর্স্কে ৪৮টি ফ্ল্যাট সম্বলিত ১০তলা ওই আবাসন ভবনটি ভেঙে পড়ে। প্রাথমিকভাবে একটি ফ্ল্যাটে গ্যাসের সিলিন্ডার ফেটে দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান করা হলেও রাশিয়ার সরকারি তদন্তকারী কমিটি পরে জানিয়ে দেয়, দুর্ঘটনাস্থল থেকে সিলিন্ডার বিস্ফোরণের প্রমাণ মেলেনি। সম্পূর্ণ তদন্তের পরই প্রকৃত কারণ সামনে আসবে।
এখনও চলছে ধ্বংসস্তুপ থেকে উদ্ধারের কাজ। ফলে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। তবে দক্ষিণপূর্ব মস্কোর তাপমাত্রা এখন হিমাঙ্কের ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ায় উদ্ধারকাযে কিছুটা সমস্যা হচ্ছে উদ্ধারকারী দলের। এই তীব্র ঠাণ্ডায় ধ্বংসস্তুপের তলায় এখনও কারও বেঁচে থাকার আশাও ক্ষীণ বলেই মনে করছেন উদ্ধারকারীরা।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ তাফসীর