এতদিন ভারতের ভিতরে বিরোধীদের কটাক্ষ আর বিদ্রুপের শিকার হচ্ছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এবার দেশের বাইরেও বিদ্রুপের শিকার হতে হল তাকে। আর তাকে এবার বিদ্রুপ করে বসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আফগানিস্তানে ভারতের লাইব্রেরি তৈরির প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে মোদিকে কটাক্ষ করেন তিনি। তার মতে, যুদ্ধ জর্জরিত দেশটিতে ভারতের তৈরি লাইব্রেরিগুলির কোনো কাজে লাগছে না। ওয়াশিংটনে প্রতিরক্ষা সংক্রান্ত একটি ক্যাবিনেট মিটিংয়ের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন ট্রাম্প। তখনই কথা প্রসঙ্গে আফগানিস্তানের পুনর্গঠনে ভারতের বিনিয়োগের কথা তুলে ধরেন তিনি।
ট্রাম্প বলেন, ‘আফগানিস্তানে ভারত একটি লাইব্রেরি তৈরি করেছে। তবে সেটি মনে হয় না কোনো কাজে লাগছে। জানি না কে ওই লাইব্রেরি ব্যবহার করছে। আমাকেও বহুবার ওই দেশটিতে লাইব্রেরি তৈরির জন্য অনুরোধ করেছেন মোদি।’
মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যের পর রীতিমতো তৈরি হয়েছে বিতর্ক। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে শিক্ষা কতটা প্রয়োজনীয় তা যেন বুঝেও বুঝতে চাইছেন না ট্রাম্প। উল্টে ভারতের পুনর্গঠনে সাহায্য নিয়ে কটাক্ষ করছেন তিনি। আর ট্রাম্পের এই মন্তব্যে ভারত-যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব পড়বে বলেই মনে করছে কূটনৈতিক বিশেষজ্ঞরা।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ তাফসীর