ধ্বংসস্তূপের নীচে থাকার পরও জীবিত উদ্ধার হল দশ মাসের এক শিশু। গত সোমবার রাশিয়ার মাগনিতোগোরস্ক শহরে একটি ১০ তলা অ্যাপার্টমেন্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপরই ধ্বসে পড়ে গোটা বিল্ডিংটি। এই ঘটনার ৩৫ ঘন্টা পরে উদ্ধার করা হয় সেই শিশুকে।
জানা গেছে, সোমবারের পর মঙ্গলবারও সেখানে উদ্ধারের কাজ চলছিল। হঠাৎ করেই উদ্ধারকর্মীরা শিশুর কান্নার আওয়াজ শুনতে পায়। এরপর কাজ থামিয়ে তারা কোন জায়গা থেকে শিশুটির কান্নার আওয়াজ আসছে, তা দেখতে থাকেন উদ্ধারকার্যের সঙ্গে যুক্ত কর্মীরা। এরপর সেই শিশুকে জীবিত উদ্ধার করে আনা হয়।
দেখা যায়, একটি দোলনায় কম্বলে মোড়া রয়েছে সে। তবে প্রায় মাইনাস ৩০ ডিগ্রি তাপমাত্রায় ওরকম ভাবে চাপা পড়ে থাকায় তার শরীরে নানান ক্ষত হয়েছে। তার মাথা এবং পায়ের একাধিক জায়গায় আঘাত লেগেছে। চিকিৎসার জন্য ইভান নামে শিশুটিকে উড়োজাহাজে করে মস্কো নিয়ে যাওয়া হয়েছে। এর আগে তার মাকেও জীবিত উদ্ধার করা হয়েছিল। তবে চিকিৎসকরা জানিয়েছেন ইভানের অবস্থা বেশ আশংকাজনক। তাকে দ্রুত সুস্থ করে তোলার চেষ্টা চলছে।
উল্লেখ্য, সেই বহুতল ভবনটি ধ্বসে গিয়ে এখন পর্যন্ত ৩৭ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে ধ্বংসস্তুপ থেকে আরও মৃতদেহ উদ্ধার হয়েছে। ৩৭টি দেহের মধ্যে মোট ২২টি দেহ শনাক্ত হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে শতাধিক।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ তাফসীর