আরও পাঁচ রোহিঙ্গা নাগরিককে মিয়ানমারে ফেরত পাঠালো ভারত। বৃহস্পতিবার ভারতের মণিপুর সীমান্ত দিয়ে তাদের ফেরত পাঠানো হয়। তার আগে ওই পাঁচ রোহিঙ্গাকে আসামের একটি বন্দী শিবির থেকে একটি বাসে করে মিয়ানমার সীমান্তবর্তী মণিপুর রাজ্যর মোরে শহর নিয়ে যাওয়া হয়।
এ ব্যাপারে আসাম পুলিশের অতিরিক্ত ডিজি ভাস্কর জ্যোতি মহান্ত জানান, এই পাঁচজনকে মণিপুর আন্তর্জাতিক সীমান্ত দিয়ে মিয়ানমার কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে। এই পাঁচ জনের মধ্যে তিনজন পুরুষ, বাকি দুইজন নারী। তারা একই পরিবারের সদস্য। প্রায় পাঁচ বছর আগে ২০১৪ সালে ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে সীমান্তে আটক করা হয় এবং কোন রকম বৈধ নথি না থাকায় তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা করা হয়। পরে কারাগারের সাজার মেয়াদ শেষে তেজপুর বন্দী শিবিরে তাদেরকে রাখা হয়েছিল।
গত বছর ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে দেশটির প্রতিটি রাজ্যকে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণ করে তাদের ফেরত পাঠানার নির্দেশ দেওয়ার পর এ-নিয়ে দ্বিতীয় দফায় মিয়ানমারে সংখ্যালঘু নাগরিকদের ফেরত পাঠানা হল। এর আগে গত অক্টোবরে প্রথম দফায় সাত জন রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছিল।
উল্লেখ্য, ভারতে অবৈধভাব প্রায় ৪০ হাজার রোহিঙ্গা বসবাস করছে। এর মধ্য সবচেয়ে বেশি রোহিঙ্গা অবস্থান করছে জম্মু-কাশ্মীর রাজ্যে, বাকি রোহিঙ্গারা আছে হায়দরাবাদ, উত্তরপ্রদেশ, দিল্লি, হরিয়ানাসহ কয়েকটি শহরে। ভারতের বক্তব্য, দেশের জাতীয নিরাপত্তার ক্ষেত্রে রোহিঙ্গারা বড় হুমকি। তাই রোহিঙ্গাদের নিজেদের দেশে ফেরত পাঠানো হবে।
বিডি প্রতিদিন/ফারজানা