গত এক মাসে চীনে মোট ১৩ কানাডীয় নাগরিককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য দিয়েছে কানাডা সরকার। খবর আল-জাজিরার।
এতে বলা হয়েছে, পুরো ডিসেম্বর মাসে কানাডীয় নাগরিকরা চীন সরকারের স্বেচ্ছাচারিতার শিকার হয়েছেন। তবে আটকদের মধ্যে কমপক্ষে ৮ জনকে পরবর্তীতে মুক্তি দেয়া হয়েছে বলেও জানায় কানাডা।
বিবৃতিতে বলা হয়, চীনে অবস্থানরত কানাডীয়দের কী অভিযোগে আটক করা হয়েছে তা স্পষ্ট করছে না দেশটির সরকার। তবে এর মধ্যে তিন কানাডীয় নাগরিক আটকের বিষয় আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে বেইজিং।
ডিসেম্বরের শুরুতে কানাডা সরকার হুয়াওয়ের প্রধান অর্থবিষয়ক কর্মকর্তা মেং ওয়ানঝুকে আটক করে।
যুক্তরাষ্ট্রের অনুরোধে তাকে আটক করা হয় বলে জানানো হয়েছে। তিনি হুয়াওয়ের মালিকের মেয়ে। এ ঘটনার পর থেকেই চীনে অবস্থানরত কানাডীয় নাগরিকদের আটক করতে শুরু করে চীন সরকার। তবে দেশটি জানিয়েছে, এর সঙ্গে মেং ওয়ানঝুকে আটকের কোনো সম্পর্ক নেই।
বিডি প্রতিদিন/কালাম