সিরিয়া সীমান্তে আবার সামরিক বাহিনী মোতায়েন করেছে তুরস্ক। সম্প্রতি এমনই কিছু ছবি প্রকাশিত হয়েছে। যা দেখে মনে করা হচ্ছে সীমান্ত এলাকায় এই সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। সিরিয়ার কুর্দি অধ্যুষিত এবং কুর্দি শাসিত সীমান্তের কাছে এই ধরণের তৎপরতা চলছে বলে মনে করা হচ্ছে।
মনে করা হচ্ছে, এই অঞ্চলে কোনো ধরণের সামরিক অভিযানের প্রস্তুতি হয়ত গ্রহণ করছে আংকারা। টুইটারসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে তুর্কি সামরিক যান এবং ভারী কামান সীমান্তবর্তী এলাকায় জড়ো করা হচ্ছে। সিরিয় সীমান্তের কাছে ট্যাংক এবং কামানসহ তুর্কি সামরিক সরঞ্জাম মোতায়েনের তৎপরতার অব্যাহত ভাবে চলছে বলেও জানানো হয়েছে।
এদিকে, রাশিয়ার সংবাদ সংস্থা স্পুতনিক জানিয়েছেন, আলেপ্পো প্রদেশের মানবিজের পশ্চিমাঞ্চলীয় সীমান্তে সেনা মোতায়েন করেছে সিরিয়া। ‘ইউফ্রেটাস শিল্ড’ নামের অভিযানে জড়িত তুর্কি সেনাদের অগ্রগতি মোতায়েনে এই সব সেনা মোতায়েন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ তাফসীর