সম্প্রতি সম্পর্কটা ভাল যাচ্ছে না ব্রিটিশ রাজপরিবারের দুই গৃহবধূর। ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের দুই নাতবউ ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটন আর ডাচেস অব সাসেক্স মেগান মর্কেলের ঝগড়ায় ঘুম ছুটেছে রাজ পরিবারের।
এ বিষয়ে এক সাক্ষাৎকারে মেগান সম্পর্কে কেট বলেছেন, “মেগান তার সাহায্য নিয়েই রাজকীয় মর্যাদার সিঁড়িতে সফলভাবে চড়েছিলেন। আর এখন তার প্রতি ডাচেস অব সাসেক্স-এর যে আচরণ, তাতে স্পষ্ট যে, রাজপরিবারের ঘনিষ্ঠ হওয়ার জন্য মেগান তাকে ব্যবহার করেছিলেন।”
চুপ থাকেননি ডাচেস অব কেমব্রিজ মেগান। কেটের অভিযোগের জবাবে তিনি বলেছেন, “বিয়ের পর কেট তার সঙ্গে যেমন ব্যবহার করেছেন, তাতে তার মনে হয়েছে, কেট তাকে অবজ্ঞা করছেন।”
বাকিংহামের এই দুই বউরানির মধ্যে যে সদ্ভাব নেই, তা এতদিনে শুধু ব্রিটেন কেন, গোটা বিশ্ব জেনে গেছে। ছোট রাজপুত্র হ্যারির সঙ্গে মেগানের বিয়ের কিছুদিন পর থেকেই শুরু হয় ব্যাপারটা।
মেগান মর্কেলের অন্তঃসত্ত্বা হওয়ার সময় থেকেই দু’জনের ঝগড়ার বিষয়টি সামনে আসতে শুরু করে। সন্তানসম্ভবা মেগান কেনসিংটন প্যালেস ছেড়ে হ্যারির সঙ্গে উইন্ডসর দুর্গের ফ্রগমোর কটেজে সংসার পাতার সিদ্ধান্ত নেন, তখনই নিশ্চিত হয়ে যান সকলে। তবে গোলমালটা পেকেছিল তার অনেক আগে থেকেই। সূত্র: ইকোনমিকটাইমস
বিডি প্রতিদিন/কালাম