বৃদ্ধ মা-বাবার দেখভালে এক নতুন আইন চালু করতে যাচ্ছে নেপাল। বৃদ্ধ মা-বাবার সেবা-যত্ন ও সুন্দর জীবন কাটাতে অর্থনৈতিক নিশ্চয়তার কথা বলা হয়েছে এই আইনে।
নতুন এ আইন অনুযায়ী, উপার্জনকারী সন্তানকে ষাটোর্ধ্ব মা-বাবার জন্য তার আয়ের পাঁচ থেকে ১০ শতাংশ ব্যাংকে জমা দিতে হবে।
দেশটির প্রধানমন্ত্রীর গণমাধ্যম উপদেষ্টা কুন্দন আরিয়াল এ তথ্য জানিয়েছেন। খবর এনডিটিভির।
খবরে আরও বলা হয়, মন্ত্রিপরিষদের বৈঠকে সিনিয়র সিটিজেন অ্যাক্ট-২০০৬ সংশোধন করে একটি নতুন বিল উপস্থাপনের সিদ্ধান্ত হয়েছে।
গণমাধ্যমকে আরিয়াল বলেন, এই বিলের মূল লক্ষ্য হলো বয়স্ক লোকজনের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা।
তিনি বলেন, এমন অনেক ঘটনা আছে, যেখানে সন্তানেরা অনেক ধনী হওয়া সত্ত্বেও বাবা-মাকে অবহেলা করেন। এ ধরনের আচরণকে নিরুৎসাহিত করতে বৃদ্ধ বাবা-মাকে আর্থিক নিশ্চয়তা দিতে এ উদ্যোগ নেয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/কালাম