পাকিস্তানের এক মুসলিম পরিবার ১০০ বছর ধরে এক চার্চের দেখভাল করছেন। দেশটির অ্যাবোটাবাদ জেলার পাহাড় ঘেষা ছোট্ট একটা গ্রাম নাথিয়া গলি। সেই নাথিয়া গলিতেই রয়েছে সেন্ট ম্যাথিউজ চার্চ।
ম্যাথিউজ চার্চে রবিবারের বিশেষ প্রার্থনার কোনো আয়োজন নেই। কেননা পাকিস্তানের এই এলাকায় খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষজন আর বড় একটা নেই। তবু ১০০ বছর ধরে একটি চার্চের দেখভাল করে চলেছে পাকিস্তানের একটি মুসলিম পরিবার।
ইংরেজদের হাতে গড়া এই চার্চ কয়েক প্রজন্ম ধরে দেখভাল করে আসছেন ওই মুসলিম পরিবার। বর্তমানে এই চার্চের কেয়ারটেকার ওয়াহিদ মুরাদ। ওয়াহিদ এই পরিবারের তৃতীয় প্রজন্ম যিনি চার্চের দেখাশোনা করেন। ওয়াহিদের আগে তার বাবা ৪৫ বছর ধরে চার্চের দেখভাল করেছিলেন। তার দাদু ৩৫ বছরেরও বেশি সময়ে ধরে চার্চের যত্ন নিয়েছেন। আর ওয়াহিদ ১৭ বছর ধরে এই চার্চের জন্যই নিবেদিত প্রাণ এক।
খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষজনের অভাবে পুরনো চার্চ বা নতুন চার্চ গঠনের জন্যও সে ভাবে টাকা খরচ করে না পাকিস্তান সরকার।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন